গভীর উৎসাহে উদ্বোধন হলো ভালুকা সার্বজনীন দুর্গোৎসবের।

0
324

সুদীপ সেন, বাঁকুড়া:- পুরুলিয়া ও বাঁকুড়ার সীমান্ত বর্তী গ্রাম ভালুকা।

এই গ্রামে ছিলনা কোনো দুর্গাপূজা।
গ্রামের কয়েক জন যুবক ও উৎসাহী মানুষের গভীর সংকল্পে ২০২১ সালে এই গ্রামে দুর্গা পুজো শুরু হয়।

ভালুকা গ্রাম সহ আশেপাশের সমস্ত গ্রামের মানুষজন এই পুজোতে গভীর আনন্দে অংশগ্রহণ করে।

শুভ ষষ্ঠী র দিন শালতোড়ার বিডিও শ্রীযুক্ত মানস কুমার গিরি, শালতোড়া থানার ও,সি, শ্রীযুক্ত বিন্দেশ্বর গরাই, ভালুকা প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক মৃত্যুঞ্জয় পরামানিক , মিতন দে এবং অন্যান্য গুনিজনেরা।

পুষ্পবৃষ্টি, উত্তরীয়, মালা ও চন্দনে অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানায় পুজো কমিটি।

অনুষ্ঠিত হয় নৃত্য ও সঙ্গীতের ছোট্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠান।
পরিবেশ সচেতনতার বার্তা দিতে পুজো মণ্ডপ প্রাঙ্গণে বৃক্ষ রোপন করেন অতিথিবৃন্দ।

এরপর ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে ভালুকা সার্বজনীন দুর্গোৎসবের উদ্বোধন করেন বিডিও সাহেব, ওসি স্যার এবং অন্যান্য অতিথিগণ।

অতিথি বর্গের বক্তব্যে ভালুকা সার্বজনীন দুর্গোৎসব আনন্দ যজ্ঞে পরিণত ,এই শুভেচ্ছা বার্তা ফুটে ওঠে।

পুজো উদ্যোক্তা রা ভীষণ খুশি এই মিলন উৎসব কে কেন্দ্র করে।
উল্লেখ্য দ্বিতীয় বৎসরেই বিডিও ,শালতোড়া এবং ওসি শালতোড়ার সহযোগিতায় সরকারি অনুদান পেল ভালুকা সার্বজনীন দুর্গোৎসব কমিটি।
এই জন্য পুজো উদ্যোক্তা রা তাঁদের ধন্য বাদ এবং কৃতজ্ঞতা জানায়।