নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- পঞ্চমীর রাতে টিভি সিরিয়ালের খ্যাতনামা শিল্পী তানিয়া করের হাত দিয়ে মালদা শহরের গয়েশপুর মঙ্গল সমিতির পুজোর উদ্বোধন করা হলো। বাংলা সিরিয়ালের খ্যাতনামা শিল্পী তানিয়া করকে দেখতে এদিন মঙ্গল সমিতির পূজা মন্ডপে দর্শনার্থীদের ভিড় হচ্ছে পরে। পুজোর থিম পাখিরালয় দেখে টলিউডের আগত ওই শিল্পী প্রশংসা করেছেন। শুক্রবার রাতে সংশ্লিষ্ট ক্লাবের পুজো উদ্বোধনীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার কাউন্সিলার বাবলা সরকার, গৌতম দাস সহ বিশিষ্ট জনেরা। ঢাক, কাঁসর বাজিয়ে উলুধ্বনি দিয়ে পুজো মন্ডপের উদ্বোধন করা হয়। এবারে মঙ্গল সমিতির পুজোর থিম পাখিরালয়। অর্থাৎ পাখির বাসা । পাখির প্রজনন বৃদ্ধি। এই বিষয়কে থিম করেই পুজো মন্ডপ গড়ে তোলা হয়েছে। উদ্যোক্তাদের বক্তব্য, মোবাইল টাওয়ারে জেরে একের পর একই পাখির দল বিলুপ্ত হতে বসেছে। পরিবেশকে বাঁচিয়ে রাখতে গেলে পাখিদের বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি। কিন্তু মানুষ সব ভুলে যাচ্ছে। তাই এবারে পাখিদের কিচিরমিচির শব্দ এবং পাখিরালয় তৈরি করে দর্শনার্থীদের বিশেষভাবে সচেতন করা হবে। দুর্গা প্রতিমা সাবেকি ধাঁচের তৈরি করা হয়েছে। আর সেই পাখিরালয় পুজো মন্ডপ দেখতেই পঞ্চমীর রাতেই উপচে পরে সাধারণ মানুষের ভিড়। এরই মধ্যে পুজোর উদ্বোধন করা হয়। মঙ্গল সমিতির এই পুজোর থিম দেখে প্রশংসা করেছেন বিশিষ্ট জনেরা।
Home রাজ্য উত্তর বাংলা পঞ্চমীর রাতে টিভি সিরিয়ালের খ্যাতনামা শিল্পী তানিয়া করের হাত দিয়ে মালদা শহরের...