নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রাম:- ঝাড়গ্রাম জেলা বাস পরিবহন শ্রমিক সংঘঠণ এর পক্ষ থেকে রবিবার শুভ মহা সপ্তমী তে অবসরপ্রাপ্ত বাস পরিবহন শ্রমিক কর্মচারীদের হাতে পুজোর নতুন বস্ত্র ও সামান্য কিছূ আর্থিক অনুদান তুলে দেওয়া হলো ও মিষ্টিমুখ করানো হলো সকল কে ঝাড়গ্রাম সেন্ট্রাল বাস স্ট্যান্ড এর বাস পরিবহন শ্রমিক সংগঠণ এর অফিস থেকে ।
প্রথমে মহাত্মা গান্ধীর ছবি তে পুস্পার্ঘ্য নিবেদন করে জাতির জনক কে স্রদ্ধা জানিয়ে ও মা দুর্গা কে প্রণাম করে রবিবার এর কর্মসূচি পালন করা হয় ঝাড়গ্রাম সেন্ট্রাল বাস স্ট্যান্ড এর পরিবহন শ্রমিক সংগঠণ এর অফিসে ,দুর্গা পুজোয় অবসরপ্রাপ্ত শ্রমিক দের মুখে হাসি ফোটাতে এই জনমুখী কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে ঝাড়গ্রাম বাস পরিবহন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি র অনুপ্রেরণা তে অবসরপ্রাপ্ত বাস পরিবহন শ্রমিক দের পাসে সদা সর্বদা থাকবে বলে ওই সংগঠনের পক্ষ থেকে জানানো হয় । প্রতি রবিবারের মতো আজ ও একজন ডাক্তার বাবূ অফিসে বসে সকল বাস পরিবহন কর্মচারীর স্বাস্থ্য পরীক্ষা করে দেখেন। ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে ঝাড়গ্রাম বাসি কে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানান ঝাড়গ্রাম জেলা বাস পরিবহন শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বরঞ্জন মুখোপাধ্যায়।
Home রাজ্য দক্ষিণ বাংলা অবসরপ্রাপ্ত বাস পরিবহন শ্রমিকদের পাশে ঝাড়গ্রাম জেলা বাস পরিবহন শ্রমিক সংগঠন।