আদিবাসী মহল থিমে নজর কাড়ছে বাঁকুড়ার তিলুড়ী আঞ্চলিক সার্বজনীন দুর্গাপুজো।

0
236

সুদীপ সেন, বাঁকুড়া:-  বাঁকুড়া জেলার একটি গ্রাম হলেও শিক্ষা ও সংস্কৃতিতে তিলুড়ী যেকোনো শহর কে টেক্কা দেবে।

এই গ্রামের চারপাশে রয়েছে অসংখ্য আদিবাসী গ্রাম।
তাদের সংস্কৃতি, জীবনধারা ,কৃষ্টি, সভ্যতা কে নানা চিত্রের মাধ্যমে মণ্ডপ সজ্জায় তুলে ধরেছে ২৫ বছরের তিলুড়ী সার্বজনীন দুর্গাপূজা কমিটি।

ষষ্ঠীর সন্ধ্যায় শালতোড়া্র বিডিও শ্রীযুক্ত মানস কুমার গিরি, শালতোড়া পঞ্চায়েত সমিতির সভাপতির উপস্থিতিতে ফিতে, কেক কেটে, প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে হলো উদ্বোধন।

পরে থিম আদিবাসী মহলের সাথে সঙ্গতি রেখে অনুষ্ঠিত হলো আদিবাসী নৃত্য।
পরে কচি কাঁচাদের নিয়ে একটি সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেয় পুজো কমিটি।
পুজোর সমস্ত দিন পুজো মণ্ডপ প্রাঙ্গণে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান