মহা সপ্তমীর পূর্ণ লগ্নে নবপত্রিকা স্নান করানোর জন্য ভিড় গঙ্গার ঘাটে।

0
367

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : দুর্গাপুজো মহাষষ্ঠী বোধনের পরের দিন সকালে শুরু হয় নবপত্রিকা স্নান অর্থাৎ মহা সপ্তমীর দিন সকালে গঙ্গার ঘাটে নব পত্রিকার স্নান করানোর জন্য ভিড় জমে যায়। সাঁকরাইল এলাকার মানিকপুর অঞ্চলে অনেকগুলো দুর্গাপূজা হয়। অধিকাংশ দুর্গা ঠাকুর মানিকপুর গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নান করানো হয়। প্রচলিত কথায় বলা হয় কলা বউ এর স্নান। শাস্ত্রমতে কলা বউয়ের স্নান করানো কথাটা ঠিক নয়। এমনই অভিমত ঘাটে নবপত্রিকাকে স্নান করতে আসা পুরোহিতের। তিনি জানালেন কলাগাছ সমেত নটি গাছের পাতা একত্রিত করে এই নব পত্রিকা স্নান করানো হয়। এই নটি গাছের পাতা এক একটি দেবীর অংশ। তাই এই নয় দেবীকে স্নান করানো হয় নবপত্রিকার নামে। শঙ্খ ধ্বনি উলুধ্বনি দিয়ে নবপত্রিকাকে স্নান করিয়ে ভালো করে কাপড় পরিয়ে বরণ করার পর আবার মন্ডপের উদ্দেশ্যে রওনা দেয় সকল নবপত্রিকা স্নান করার যাত্রীরা। নব পত্রিকা স্থানরত দৃশ্য এবং ফিরে যাওয়ার দৃশ্য ধরা পড়লো আমাদের ক্যামেরায়।