আচমকা খেলার মাঠে হাতি ঝাড়গ্রাম ব্লকের গুইমারা গ্রামজুড়ে হাতির হামলার আশঙ্কা।

0
378

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- সোমবার মহাষ্টমীর দিন ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের গুইমারা গ্রামের ফুটবল মাঠে গ্রামের ছেলেরা আনন্দে ফুটবল খেলছিল। সেই সময় আচমকা একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতি খেলার মাঠে ঢুকে পড়ে। হাতি মাঠে ঢুকছে দেখে খেলার মাঠ ছেড়ে প্রাণভয়ে ছুটে পালায় মাঠে থাকা ফুটবল খেলোয়াড়রা, যার ফলে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় মাঠে থাকা সকলেই। সেই সঙ্গে হাতিটি খেলার মাঠ থেকে লোকালয়ের দিকে প্রবেশ করে। যার ফলে গুইমারা এলাকা জুড়ে হাতির হামলার আতঙ্ক দেখা দিয়েছে। আতঙ্কিত গ্রামবাসীরা বিষয়টি বন দফতর কে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দপ্তরের মানিকপাড়া রেঞ্জের কর্মীরা। ঘটনাস্থলে গিয়ে হাতি টি কে লোকালয় থেকে স্থানীয় জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যেভাবে হাতিটি লোকালয়ে গিয়ে দাপিয়ে বেড়াচ্ছে তাতে ওই এলাকার বাসিন্দারা ঘরবাড়ি ও ফসলের ক্ষতির আশঙ্কা করছে। বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ওই হাতি টির গতিবিধির উপর নজরদারি শুরু করেছে বন দপ্তরের কর্মীরা। তা সত্ত্বেও গ্রামের বাসিন্দারা মহাষ্টমীর দিন হাতির হামলার আশঙ্কায় যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন।