নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- সোমবার মর্মান্তিক বজ্রপাতের ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার ধোবাশোল গ্রামে। মৃত ব্যক্তির নাম নিরঞ্জন মাহাতো। তার বাড়ি নয়াগ্রাম থানার ধোবাশোল গ্রামে । স্থানীয় সূত্রে জানা যায় যে নিরঞ্জন মাহাতো সোমবার মাঠে কাজ করতে গিয়েছিল। কিন্তু বৃষ্টিও ঝড় শুরু হাওয়ায় তিনি যখন মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। রাস্তা দিয়ে তিনি যখন বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময় তার উপর বজ্রপাতের ঘটনা ঘটে । বজ্রপাতের ফলেই ঘটনা স্থলেই মাটিতে তিনি লুটিয়ে পড়েন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার বাবুরা তাকে দেখার পর মৃত বলে ঘোষণা করেন। বজ্রপাতের ফলে তার গোটা শরীর আগুনে ঝলসে যায়। নয়াগ্রাম থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়। মহাষ্টমীর দিন নিরঞ্জন মাহাতোর বজ্রপাতের ঘটনায় মৃত্যু হওয়ায় তার পরিবারের সকলেই কান্নায় ভেঙে পড়েন। সেই সঙ্গে গোটা ধোবাশোল গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে। মহাষ্টমীর দিন বজ্রপাতে মৃত্যুর ঘটনায় কার্যত গোটা এলাকা জুড়ে মানুষ একেবারে হতবাক হয়ে পড়েছেন। নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু মৃতের পরিবারকে সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক। সরকারিভাবে মৃতের পরিবারকে সাহায্য করা হবে।