পুজো‌র আনন্দে মাতল জলপাইগুড়ির সরকারি কোরক হোমের অনাথ ও হারিয়ে যাওয়া শিশুরা।

0
259

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- পুজো‌র আনন্দে মাতল জলপাইগুড়ির সরকারি কোরক হোমের অনাথ ও হারিয়ে যাওয়া শিশুরা। পুজো অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেই আনন্দে সামিল হলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সহ সভাধিপতি দুলাল দেবনাথ।

অনুষ্ঠানে ঢাক বাজিয়ে শিশুদের আনন্দ দিলেন তিনি। উৎসবের দিনগুলোতে শিশুরা যাতে নিজেদের একাকিত্ব না ভাবে এজন্য গত কয়েক বছর ধরে‌ই দুর্গা পুজো‌র আয়োজন করা হচ্ছে কোরক হোমে। এই পুজো অনুষ্ঠানে‌র মধ‍্য দিয়ে শিশুদের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধন গড়ে তোলার চেষ্টা করা হয় বলে জানান কোরক হোমের সুপার দেবব্রত দেবনাথ। জানান, এই মুহূর্তে মোট ১৫০ জন শিশু রয়েছে হোমে। পুজোর মধ্য দিয়ে তাদের সকলকেই আনন্দে মেতে উঠতে দেখা যায়। জলপাইগুড়ি জেলা পরিষদের সহ সভাধিপতি দুলাল দেবনাথ বলেন, কোরক হোমের শিশুদের সঙ্গে সময় কাটাতে পেরে তিনিও খুব খুশি।