নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- অষ্টমীর সকালেই আকাশের মুখ ঢাকলো কালো মেঘে। সোমবার ফালাকাটায় সকাল থেকেই শুরু বৃষ্টি। অঞ্জলিতে বাধা, অসুর বৃষ্টি! প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন এলাকায়। বৃষ্টিতে সকাল থেকেই কার্যতো শুনশান রাস্তাঘাট। প্রসঙ্গত, আবহাওয়ার পূর্বাভাস ছিল-ই। পূর্বাভাস অনুযায়ী অষ্টমীর দিন থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। অষ্টমির সকালে বৃষ্টি শুরু হয়েছে ফালাকাটাতেও ৷ এদিন ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়। স্বাভাবিকভাবেই অষ্টমীর সকাল সকাল বৃষ্টি শুরু হতেই খানিক ‘মুড অফ’ আম বাঙালির। তবে বৃষ্টি পেরিয়ে অঞ্জলি দিতে যেতেই হবে! কোনওভাবেই পুজোর স্পিরিটকে হারতে দেওয়া যাবে না। এমনটাই বলছেন সবাই।