নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- ডুয়ার্স মিল্লাতে ইসলাম ক্রান্তি ব্লক কমিটির উদ্যোগে কলকাতা হাইকোর্টে প্রাক্তন বিচারপতি মির দারা শেকো ও কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মোফাককেরুল ইসলাম সহ একঝাক বিচারপতি ও পদ্মশ্রী করিমুল হক উপস্থিতিতে এক বিশেষ আইনে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো ক্রান্তি ব্লকের কাঠামবাড়ী মাজার শরীফ কমিউনিটি হল ঘরে। এদিন ক্রান্তি ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিশিষ্ট ব্যক্তিবর্গদের বক্তব্য শুনতে উপস্থিত হয়েছিলেন। হাইকোর্টের প্রাক্তন বিচারপতি মীর দারা শেকো তুলে ধরেন আইনি বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বিষয়গুলি এবং ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি হিন্দু, মুসলিম একে অপরে ভাই ,ভাই মৌলিকভাবে বসবাস করার অধিকার সবার আছে বলে তিনি উল্লেখ করেন।। কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মোফাককেরুল ইসলাম জানালেন, গ্রাম বাংলার মানুষ প্রত্যন্ত এলাকার অনেকে আইনি সচেতনতা বিষয়ে অবগত নন, সেই জন্যই আমরা ছুটির ফাঁকে গ্রাম বাংলার মানুষদের আইনি সচেতনতা অবগত করতে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ডুয়ার্স মিল্লাতে ইসলাম উদ্যোগে কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে এবং মানুষের মধ্যে উৎসাহ ব্যাপক চোখে পড়ছে। উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি মির দারা শেকো ও কলকাতা হাই কোর্টের বিশিষ্ট আইনজীবী মোফাককেরুল ইসলাম , পদ্মশ্রী করিমুল হক, ডুয়ার্স মিল্লাতে ইসলাম কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ কাদের আলী, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা ও ব্লক স্তর কমিটির নেতৃত্ব গন। ক্রান্তি থেকে এমডি রাসেলের রিপোর্ট।
Home রাজ্য উত্তর বাংলা বিশেষ আইনে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো ক্রান্তি ব্লকের কাঠামবাড়ী মাজার শরীফ কমিউনিটি...