বৃষ্টি উপেক্ষা করে অঞ্জলী দিতে ভিড় কোচবিহার বড় দেবী মন্দিরে।

0
454

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-  কাক ভেজা বৃষ্টিকে উপেক্ষা করে রাজ আমলের বড় দেবীর মন্দিরে অঞ্জলী দিতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়লো।
সোমবার বেদ মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে রাজ আমলের বড়দেবীর অষ্টমী পূজো শুরু হল। বিশেষ পুজোর পর দেবত্রট্রাস্ট বোর্ডের সভাপতি তথা জেলাশাসক পবন কাদিয়ান ও রাজ দূয়ার বক্সী অজয় কুমার দেববক্সি অঞ্জলীতে অংশ নেন। তারপর সাধারণ দর্শনার্থীদের জন্য অঞ্জলী শুরু হয়। রাজ আমলের এই বড় দেবীর পূজা প্রায় পাঁচশতাধিক বছর আগে মহারাজা বিশ্বসিংহ এই পূজার সূচনা করেছিলেন। তারপর থেকে আজও রাজ আমলের একই নিয়ম রীতি মেনে এই পুজো হয়ে আসছে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী তিথিতে এই পুজোতে বলি প্রথা চালু রয়েছে।
প্রতিদিনই বলি প্রথা চালু রয়েছে এবং অষ্টমীতে মহিষ বলি হয়। এই পুজো ঘিরে কোচবিহারের মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। অষ্টমী তিথিতে কোচবিহারের সাধারণ মানুষ পায়রা, হাঁস, পাঠা, ভেড়া বড় দেবীকে উৎসর্গ করেন।