নদীয়, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাটের সাড়ম্বরে আয়োজিত হল সন্ধিপুজো।দুর্গা পুজোর অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হল সন্ধি পুজো। মহাষ্টমী এবং মহানবমীর সন্ধিক্ষণে এই পুজো হয় বলে একে ‘সন্ধি পুজো’ বলা হয়। মহাষ্টমীর শেষ ২৪ মিনিট এবং মহানবমীর প্রথম ২৪ মিনিট অর্থাৎ ৪৮ মিনিট ধরে চলে সন্ধি পুজো। ১০৮টি পদ্ম এবং ১০৮টি মাটির প্রদীপ সন্ধি পুজোর ক্ষেত্রে দরকার পড়ে। সন্ধি পুজোয় দেবী দুর্গাকে পুজো করা হয় চামুণ্ডা রূপে।সাড়ম্বরে রানাঘাট চারের পল্লীতে আয়োজিত হল সন্ধিপুজো। ৩:৩৫ থেকে ৪:২৩ পর্যন্ত এ বছর সন্ধি পুজোর সময় ছিল। সমস্ত ধর্মীয় আচার মেনে এদিন সন্ধি পুজো সমাপন হয়। এ বিষয়ে আমাদের জানানো হয়