নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শারদ উৎসবের আজ মহাঅষ্টমী। আর এই মহাঅষ্টমীর সকালে ভিড় উপচে পড়লো রানাঘাট বুড়ো পুজোয়।৭৬০ বছরের প্রাচীন দুর্গাপুজো রানাঘাটের বুড়োমা। অষ্টমীর দিন সকাল থেকেই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বুড়োমার কাছে ভিড় জমায় অসংখ্য শ্রদ্ধালুরা। কথিত আছে মা বুড়োমার কাছে মনস্কামনা করলে তিনি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন।