তালা ভেঙে সোনার গহনা সহ টাকা চুরি কেন্দুলা গ্রামে।

0
393

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বাড়িতে কেউ না থাকার সুবাদে সোনার অলঙ্কার সহ ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় দুষ্কৃতিরা। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার দুবরাজপুর থানার কেন্দুলা গ্রামের মোজাফ্ফর উদ্দিন মোল্লার বাড়িতে। পেশায় তিনি রাজমিস্ত্রি। গতকাল সোমবার বৈকালে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে যান। আজ সকালে এসে দেখেন বাইরের গেট লাগানো অবস্থায় রয়েছে। তারপর তালা খুলে ঢুকে দেখা যায় ঘরের ভেতরের একটি দরজায় তালা ভেঙে আড়াই ভরি সোনার অলংকার এবং ১০ হাজার টাকা নিয়ে গা ঢাকা দেয় দুষ্কৃতীরা। আজ সকালে দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ করেন গৃহকর্তা মোজাফ্ফর উদ্দিন মোল্লা। পরে দুবরাজপুর থানার পুলিশ এসে সরেজমিনে তদন্ত করেন। দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ।