পূঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মহা নবমীর বিশেষ পূজা ব্রাহ্মণ পরিবারের কোন এক কুমারীকে দেবী দুর্গা রূপে পূজা করা হয়ে থাকে। প্রতিবছরই কুমারির এক নাম দেওয়া হয় তেমনি এবছর কুমারীর নাম দেওয়া হয়েছে উমা। হিন্দু শাস্ত্র ও ভগবান কোথা অনুযায়ী আজ নবমীর সকালে থেকেই দেখা গেল পূর্ব মেদিনীপুরের কাঁকটীয়া সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পূজো মন্ডপে কুমারী উমার পূজা। এই পূজার আরো একটি বিশেষ অংশ আজ ১০৮ টি প্রদীপ প্রজ্জলন করা হবে তার কারণ অন্ধকারময় জগৎ থেকে আলোকিত জীবনে পদার্পণ করবে এ জগৎ। তাই এই বিশেষ দিনের বিশেষ পুজো দেখতে পুরো মণ্ডপ জুড়ে ভিড় জমেছেন দর্শনার্থীরা।
Home রাজ্য দক্ষিণ বাংলা পূর্ব মেদিনীপুরের কাঁকটীয়া সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পূজো মন্ডপে কুমারী উমার পূজা, দর্শনার্থীদের...