নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা কলেজপাড়া স্পোর্টিং ক্লাবের পুজো এবার তাঁদের মণ্ডপের থিম ‘সোনার কলস’। প্লাস্টিক বর্জিত সম্পূর্ণ পরিবেশ বান্ধব পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে। মণ্ডপ তৈরি করছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মণ্ডপ শিল্পী গৌরাঙ্গ কুইলা। মণ্ডপে ব্যবহার হয়েছে পাট, পাটশোলা, চট ও সুপারির খোল। এদিকে ফালাকাটা কলেজপাড়া সর্বজনীন দুর্গোৎসবের প্রাঙ্গণ এখন সুদূর মুম্বাই থেকে নিয়ে আসা তাসা ও ঢোলের ছন্দে মুখরিত পুজো মণ্ডপ। কমিটি সূত্রে জানা গিয়েছে, আজ অর্থাৎ মঙ্গলবার নবমী নিশি ও দশমীতেও থাকবে মহারাষ্ট্রের ওই কলা।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার ফালাকাটা কলেজপাড়া সর্বজনীন দুর্গোৎসবের প্রাঙ্গণ এখন সুদূর মুম্বাই থেকে নিয়ে আসা তাসা...