দর্পণ বিসর্জন শুরু জলপাইগুড়িতে।চলছে সিঁদুর দান পর্ব ও সিঁদুর খেলা।

0
348

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ওঁ গচ্ছ গচ্ছ পরং স্থানং স্বস্থানং দেবি চন্ডিকে… পুনরাগমনায় চ… দশমী পুজো শেষে দর্পণ বিসর্জন হলো জলপাইগুড়ির অন্যতম বনেদী বাড়ি নিয়োগী বাড়ির পুজোয় । ২১৪ বছরের এই পুজোতে আজও মহিলারাই দায়িত্ব পালন করছেন। পুজোকে ঘিরে প্রকাশিত হয় ‘জ্যোতি’ শারদ গ্রন্থ । পরিবারের সকলেই পুজোর সময় বাড়িতে আসেন।। রীতি মেনে আজও পুজো হচ্ছে নিয়োগী বাড়ির । এদিন পাতকাটা অগ্রণী সঙ্ঘের পুজোতেও সকালেই দশমী পুজো শেষে দর্পণ বিসর্জন দেওয়া হয়েছে। শুরু হয়েছে সিঁদুর দান পর্ব ও সিঁদুর খেলা।