জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- দুঃস্থদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বারোঘরীয়া সর্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি ও বারোঘরীয়া নবদয় সংঘ । পুজো কমিটির পক্ষ থেকে ধুতি, শাড়ি ও ছোট ছোট বাচ্চাদের কাপড় বিতরণ করা হয়। পুজো কমিটি সদস্য মানিক রায় জানালেন, বিগত দু’বছর করোনা আবহাওয়াকে কাটিয়ে মানুষের মধ্যে উৎসবের উৎসাহ এবছর যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে ,সবাই যাতে সেই উৎসবের আনন্দ উপভোগ করতে পারেন তার জন্যই আমাদের পুজো কমিটির পক্ষ থেকে আজকে এলাকার দুস্থ পরিবারদের বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে, বৃষ্টি পুজোতে বাদ সাজলেও বৃষ্টিকে উপেক্ষা করে মানুষের উৎসাহ ব্যাপক লক্ষ্য করা গেছে। এদিন বস্ত্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষক মিন্টু রায়, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ শিল্পী মিত্রা সরকার, পঞ্চায়েত সদস্যা ভগবতী রায়, সমাজসেবী বিভীষণ রায়, মানিক রায়, দেবনারায়ণ রায়, সুজন সরকার,শরিফুল হক, এমডি বাদল, প্রমূখ।
Home রাজ্য উত্তর বাংলা দুঃস্থদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বারোঘরীয়া সর্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি ও বারোঘরীয়া...