বিজয়ার সাতসকালেই কোলাঘাটে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা।

0
297

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– তিনি আসবেন, তিনি আসছেন তাই নিয়ে কত রকম প্রস্তুতি। তিনি এসে ছিলেন আবার যথারীতি চলেও যাচ্ছেন। কৈলাসে বাপের বাড়ির উদ্দেশ্যে। তাই নিয়ে প্রথা অনুযায়ী আরো অনেক পুজো মন্ডপের সাথে কোলাঘাটেও একটি মন্ডপে বহু সংখ‍্যক মহিলারা মেতে উঠলেন সিঁদুর খেলা ও ধুনুচি নৃত‍্যে।
সাত সকালেই শুরু হয়ে ছিল বিজয়া দশমীর পুজো। দেবী দূর্গা হয়ে ওঠে ঘরের মেয়ে উমা। উমার বিদায় বেলায় নেমে আসে বিষাদের ছায়া। তার মধ্যেই বিবাহিত মহিলারা একে অপরের সিঁথিতে সিঁদুরে রাঙিয়ে নিজেদের মধ্যে একাত্মতা প্রকাশ করেন। একে অপরের মুখে মিষ্টি খাইয়ে দেন। তারপর শুরু হয় ঢাক-ঢোল-কাঁসির তালে”ঠাকুর থাকবে কতক্ষণ- ঠাকুর যাবে বিসর্জন”বোলে ছন্দে বিজয়া দশমীর ধুনুচি নৃত‍্য। এ দিন কোলাঘাট নতুন বাজার পূজো মন্ডপে সমবেত মহিলাদের মধ্যে মমতা দাস, মিনাক্ষী বোস, রুমা চক্রবর্তী রা একযোগে জানান ঘরের মেয়ে উমা তার সংসার নিয়ে কৈলাসে ফিরে যাচ্ছে। আবার একটা বছরের অপেক্ষা। এই বিষাদ ও দুঃখের মাঝেই আমরা সিঁদুর খেলে নৃত্য করে উমাকে বিদায় জানালাম। আর উমার পায়ে সিঁথিতে সিঁদুর রাঙিয়ে, মুখে মিষ্টি স্পর্শ করে কায়মনবাক‍্যে জানালাম ভালো থেকো, ভালো রেখো, আবার এসে মা। আমরা অধীর অপেক্ষায় থাকব একটি বছর ধরে। এদিন একটু বেলা বাড়লেই কোলাঘাটে রূপনারায়নের পাড়ে গৌরাঙ্গ ঘাটে বিভিন্ন মন্ডপ থেকে শোভাযাত্রা সহকারে কলাবৌ ও পুজোর ঘট বিসর্জন দিতে ভালোই ভিড় লক্ষ করা যায়।