বৃষ্টি কে উপেক্ষা করে সিঁদুর খেলা।

0
231

সুদীপ সেন, বাঁকুড়া:- পুজো আসছে আসছেই ভালো।
দুর্গা পুজোর কাউন্ট ডাউন চলে সারা বছর ধরে।
তারপর আনন্দ, পেট পুরে খাওয়া দাওয়ার, নির্ভেজাল আড্ডার পর হুট করে কেটে যায় পুজোর চারটে দিন ।

সকাল থেকে মেঘের মুখ ভার, তবু বিজয়া দশমীর সিঁদুর খেলার মুহূর্তে বৃষ্টিও মহিলা , পুরুষ নির্বিশেষে সকলের আনন্দ কে মাটি করতে পারলো না।

দশমীর সকালে মায়ের বিসর্জনের বাজনার ঢাক শুনতে পাওয়া গেলেও রাজ্যের বিভিন্ন স্থানের সাথে বাঁকুড়ার ঐতিহ্যবাহী গ্রাম তিলুড়ী তে বৃষ্টির মাঝেও মহিলাদের সিঁদুর খেলা বেশ জমজমাট লাগলো।

মহিলা, পুরুষ নির্বিশেষে সকলে সিঁদুর খেলার আনন্দে মেতে উঠলো।
গ্রাম প্রদক্ষিণ করে একে অপরের মাথায় ও গালে সিঁদুর মাখানোর দৃশ্য সত্যিই অপরূপ।

শুরু হলো আবার একটি বছর পরের মায়ের আগমনের দিন গোনা।