দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ-মহালয়ায় দেবী দুর্গা পৃথিবীতে নেমে এসেছিলেন, আজ বিজয়া দশমীর দিন আবার মর্ত্যলোক ছেড়ে স্বর্গলোকে প্রস্থান করবেন। অগণিত ভক্তদের মনে তাই আজ বিদায়ের বিষাদ। দেবীর বিদায়ের কষ্ট ভুলে থাকতে এবং হাসিমুখে বিদায় জানানোর জন্য ভক্তরা মত্ত হয়েছেন সিঁদুর খেলায়। আজ বিজয়া দশমী। আর এই বিজয়া দশমীর সবথেকে বড় আকর্ষণ থাকে সিঁদুর খেলা। বিবাহিত মহিলারা এদিন মা দুর্গাকে সিঁদুর পরিয়ে বরণ করার পর নিজেরা একে অপরের সঙ্গে সিঁদুর খেলায় মেতে ওঠেন। আজ বীরভূম জেলার দুবরাজপুর স্পোর্টস্ এসোসিয়েশনের ১৩ তম বর্ষের দুর্গাপুজোয় স্থানীয় মহিলারা সামিল হোন সিন্দুর খেলার জন্য। তাঁরা একে অপরকে সিন্দুর মাখিয়ে দিনটি পালন করেন। এদিন বর্ণালী গোস্বামী ও দীপিকা চ্যাটার্জি জানান, প্রতিবছরের মতো এ বছরও আমরা বিজয়া দশমীর দিনে বিবাহিত মহিলারা সিন্দুর খেলায় অংশ নিয়েছি। উল্লেখ্য, দুর্গাপুজোর বিজয়া দশমীতে বিবাহিত মহিলারা তাঁদের স্বামীর দীর্ঘায়ু কামনা করে সিঁদুর খেলেন। অর্থাৎ, হিন্দু ধর্ম এবং শাস্ত্রমতে এদিন সিঁদুর খেললে স্বামীর আয়ু বাড়ে। এদিন মা দুর্গাকে পান পাতা দিয়ে বরণ করে মিষ্টি মুখ করিয়ে মায়ের সিঁথিতে সিঁদুর দেন বিবাহিত মহিলারা। তারপর সেই সিঁদুর একে অপরের সিঁথিতে রাঙিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন তাঁরা।