ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুরে ভাগরতি নদীর তীরে অনুষ্ঠিত হল মিলন উৎসব।

0
2331

নিজস্ব সংবাদদাতা, মালদা: ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুরে ভাগরতি নদীর তীরে অনুষ্ঠিত হল মিলন উৎসব। অংশ নিল সীমান্তবর্তী এলাকার প্রায় আট টি ক্লাব। তার পাশাপাশি এই প্রথমবারের জন্য অনুষ্ঠিত হল দশেরা উৎসব। বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ ঘোষের উদ্যোগে এবং মহদিপুর সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজন করা হয়েছিল এই মিলন এবং দশেরা উৎসবের। প্রাচীন রীতি রেওয়াজ মেনে বিজয় দশমীর রাত্রে ভারত বাংলাদেশ সীমান্তের ভাগীরথী নদীর তীরে অনুষ্ঠিত এই মিলন উৎসবে কয়েক হাজার গ্রামবাসী অংশ নিয়েছিল। বছর বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে মিলন উৎসবে গা ভাসাতে দেখা গেল মুসলিম সম্প্রদায়ের মানুষদেরও। ঢাকঢোল বাদ্যযন্ত্র সহকারে মায়ের নিরঞ্জনের আগে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেই সীমান্তের আট টি ক্লাব। পরে তাদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি এই প্রথম ভাগরতি নদীর তীরে অনুষ্ঠিত হয় দশেরা উৎসব। অশুভ শক্তির বিনাশ করতে আতশবাজি সহকারে অনুষ্ঠিত হয় রাবণ বধ। উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ, বিশিষ্ট সমাজসেবী তথা মহদিপুর সিএনএ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ ঘোষ, সম্পাদক ভূপতি মন্ডল সহ অন্যান্যরা। সীমান্তবর্তী মহদীপুর এলাকায় এই প্রথম দশেরা উৎসব দেখতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।