নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- মাল নদীতে প্রতিমা বিসর্জন ঘাটে হরপা বানে শিশু সহ মৃত আট, সমবেদনা জানিয়ে কার্নিভাল থেকে সরে আসছে জলপাইগুড়ির একাধিক বড় দূর্গা পুজো কমিটি।
বুধবার রাতের সেই ভয়ানক দৃশ্য কিছুতেই জলপাইগুড়িবাসির চোখ থেকে সরছে না, পাহাড়ী নদীর হরপা বানের স্রোতে একে একে মৃত্যুর পথে যাচ্ছে মা সহ শিশু,বাঁচাও বাঁচাও চিৎকারে কেঁপে উঠছে মাল নদীর দুপাস।
এর পর কেটে গিয়েছে প্রায় কুড়ি ঘন্টা, তবুও জলপাইগুড়িবাসির মুখে মুখে এখনো সেই মর্মান্তিক ঘটনা নিয়েই চলছে আলোচনা।
শোকের পরিবেশ সমগ্র জেলা জুড়ে, জলপাইগুড়ি শহরের অন্যতম ঐতিহ্যবাহী দূর্গা পুজো, কদমতলা দূর্গা পুজো কমিটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই মর্মান্তিক ঘটনায় নিহত এবং আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শুক্রবার জেলা প্রশাসন দারা আয়োজিত কার্নিভালে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত জানিয়েছে।
এই নিয়ে বৃহস্পতিবার জেলা শাসকের কার্যালয়ে শহরের দূর্গা পুজো কমিটি গুলোকে নিয়ে একটি বিশেষ বৈঠক ডেকেছিলেন, যদিও তার আগেই জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং থানার পক্ষ থেকে ফোন করে পুজোর উদ্যোক্তা দের জানিয়ে দেওয়া হয়, মাল নদীতে মর্মান্তিক ঘটনার কারণে জলপাইগুড়ি শহরের কার্নিভাল বাতিল করা হলো।
এই প্রসঙ্গে জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান,
মালবাজারের মর্মান্তিক দুর্ঘটনার জন্য আগামীকাল ঘোষিত কার্নিভাল অনুষ্ঠান বাতিল করেছে প্রশাসন।
অপরদিকে সুহৃদ সংঘ দূর্গা পুজো কমিটির পক্ষে রতন বিশ্বাস জানান, প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফোন করে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে।