আগামীতে আরো সতর্কতা গ্রহণ করা হবে, হরপা বান দুর্ঘটনা নিয়ে জানালেন জেলা শাসক।

0
272

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বিভিন্ন মহল থেকে ওঠা অভিযোগের তদন্ত হবে, তখন যেমন ব্যবস্থা নেওয়া হয়েছিলো সেটাই ঠিক, আগামীতে আরো সতর্কতা গ্রহণ করা হবে, হরপা বান দুর্ঘটনা নিয়ে জানালেন জেলা শাসক।

শুক্রবার জলপাইগুড়ি জেলা শাসক মৌমিতা গোধারা বসু এক সাংবাদিক সম্মেলন করে সর্বশেষ পরিস্থিতি ব্যাখ্যা করে জানান।
গত বুধবার মাল নদীতে দূর্গা প্রতিমা বিসর্জনের সময় আসা হরপা বানের কারণে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, এখন পর্যন্ত তাতে ৮ জনের মৃত্যু হয়েছে, এবং আহত অবস্থায় যে ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো তাদের মধ্যে ও অনেক কে চিকিৎসার পর ছুটি দেওয়া হয়েছে।
সেই দিনের ঘটনা থেকে অনেক কিছুই নতুন করে ভাবতে হবে আগামীতে বলেও জানান জেলা শাসক।
বিভিন্ন মহল থেকে মাল নদীতে হরপা বান আসার বিষয়ে এবং এত বড় ঘটনা ঘটার পেছনে যে সব অভিযোগ উঠছে সেই গুলোকেও ক্ষতিয়ে দেখা হবে বলে জানান জেলা শাসক।
এছাড়াও ইতিমধ্যেই রাজ্য সরকার দারা ঘোষিত ক্ষতি পূরণের অর্থ প্রাপ্যকদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি।