ঝাড়্গ্রামে পুজোর কার্নিভালে স্থানীয় শিল্পীদের সাথে নাচে পা মেলালেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা।

0
582

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- বাংলার দুর্গা পুজোকে ইউনেস্কো হেরিটেজ স্বীকৃতি দিয়েছে। তাই শারদ উৎসবকে স্মরণীয় করে রাখার জন্য ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার পুজোর কার্নিভাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই কার্নিভালে ঝাড়গ্রাম জেলার এগারটি প্রতিমা অংশগ্রহণ করে বলে জেলা প্রশাসন সূত্রে জানা যায়। ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়ে পুজোর কার্নিভালটি অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে ঝাড়্গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল ও পুলিশ সুপার অরিজিৎ সিনহা, রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা,ঝাড়গ্রাম জেলা পরিষদ এর সভাধিপতি মাধবী বিস্বাস ,ঝাড়গ্রাম পৌরসভার পৌরপ্রধান কবিতা ঘোষ,ঝাড়গ্রাম মহকুমার মহকুমা শাসক বাবুলাল মাহাতো সহ আরো অনেকে।ওই অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিটি পুজা কমিটি তিনটি করে গাড়িতে প্রতিমা নিয়ে পুজোর কার্নিভালে অংশগ্রহণ করে। পূজার কার্নিভাল উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে ঝাড়গ্রাম জেলা প্রশাসন। পূজার কার্নিভাল অনুষ্ঠানে জেলা প্রশাসনের আধিকারিক,পূজা কমিটির কর্মকর্তা,পাশাপাশি বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধিরা ও লোক শিল্পীরা উপস্থিত ছিলেন। শুক্রবার বিকেল পাঁচটায় ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়ে পুজোর কার্নিভাল অনুষ্ঠানটি শুরু হয়। কার নেভার শুরুর আগেই স্থানীয় শিল্পীদের সাথে হাতে হাত মিলিয়ে নাচে পা মেলায় রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। ঝাড়গ্রাম জেলা শহরে এই প্রথম পুজোর কার্নিভাল হয় হাজার হাজার মানুষ পুজোর কার্নিভাল দেখার জন্য সামিল হয়েছিলেন। কার্নিভালে অংশগ্রহণকারী পুজো কমিটিগুলির মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানা ধিকারীদের ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। সেই সঙ্গে পুজোর কার্নিভাল উপলক্ষে ঝাড়গ্রাম শহরের পাঁচমাথার মোড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে ঝাড়গ্রাম জেলা প্রশাসন।