আবদুল হাই, বাঁকুড়াঃ অকাল বোধনে কৈলাশ থেকে শরৎ এর পঞ্চমী তিথিতে ঘোড়ায় চড়ে মা আসেন পিতৃগৃহে।টানা পাঁচ দিন পর দশমী তিথিতে চলে যান কৈলাশে। দশমীতে পুজামন্ডপে মন্ডপে সিঁদুর খেলায় মেতে উঠেন মা দূর্গার অগনিত ভক্তরা। এরপর প্রতিমা বিসর্জনের পালা শুরু হয় বিভিন্ন এলাকায়। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর সার্বজনীন দুর্গোৎসবে পাঁচ দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।আজ শুক্রবার সকাল দশটায় মাকে বরণ করে তারপর পুজামন্ডপ থেকে ট্রাকে করে শোভাযাত্রা বের হয়।ঢাকের তালের পাশাপাশি দুর্গা মা ই কি ,জয় স্লোগান করতে করতে আট থেকে আশি এগিয়ে যায় ঘাটের দিকে। গোবিন্দপুর ঘোষ পুকুরে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।