প্রতিমা বিসর্জনে মাল নদীতে হড়পা বানে বিপর্যয়ের ফলে শুধু জলপাইগুড়ি জেলা নয়, ভারাক্রান্ত হয়ে পড়ে উত্তর বঙ্গবাসী।

0
296

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- দুর্গাপূজা কর্নিভালের কাজ চলছিলো জোরকদমে । তারই মাঝে মালবাজারে প্রতিমা বিসর্জনে মাল নদীতে হড়পা বানে বিপর্যয়ের ফলে শুধু জলপাইগুড়ি জেলা নয়। ভারাক্রান্ত হয়ে পড়ে উত্তর বঙ্গবাসী। ইতিহাসের পাতায় প্রথম এ ধরনের ঘটনা বলে মনে করছেন অনেকে।

এর জেরে জলপাইগুড়িতে দুর্গাপূজা কার্নিভাল বাতিল ঘোষনা জেলা প্রশাসনের। বুধবার মালবাজারের মাল নদীতে প্রতিমা বিসর্জনে বিপর্যয় ঘটনায় গোটা জেলার মানুষ শোকস্তব্ধ হয়ে পড়ে। ঘটনায় আটটি তরতাজা প্রাণ চলে যায় ।ফলে জেলা বাসির অনেকটাই ভারাক্রান্ত মন। অবশেষে জেলা প্রশাসন গতকালই ঘোষণা করেন জলপাইগুড়ি কার্নিভাল বাতিল। এমনিতেই প্রতিমা বিসর্জন দেওয়া হবে। মর্মান্তিক ঘটনার পরে আর আনন্দ উপভোগ করার মানে হয় না।