নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- বাইকে চেপে বাড়ির ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের।গুরতর জখম মৃত যুবকের দুই বন্ধু।
মালদহের চাঁচল থানা এলাকার বীরস্থলীর বাইপাসের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানায়,মৃত ওই যুবকের নাম সাবির আলী(২৫)চাঁচল থানার রানিকামাত এলাকায় তার বাড়ি।তার দুই জখম সঙ্গীর নাম মোস্তাফা আলী ও সাহেব আলী।সাহেব চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।মোস্তাফাকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য মালদা পাঠানো হয়েছে।মৃত যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে চাঁচল থানার পুলিশ।পুরো ঘটনার তদন্ত শূরু হয়েছে।
অভিযোগ বাইপাসের শেষে রাস্তার উপরে মজুত করে রাখা পাথরেই ঢিপির জন্যই বাইকটি নিয়ন্ত্রণ হারায়।তার ফলেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি স্থানীয়দের।বাইপাসের কাজে বিলম্বের কারনেই প্রায়শই দুর্ঘটনা ঘটছে ওই স্থলে বলে অভিযোগ।বাসিন্দাদের দাবি,সামসি থেকে বীরস্থলী পর্যন্ত বাইপাসের রাস্তাটি নির্মাণ কাজ শেস না হওয়া পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রাখতে হবে।প্রয়োজনে প্রবেশ পথে গার্ডরেল দিয়ে বাইপাস সড়কটি বন্ধ রাখার দাবি জানিয়েছে।ওই দাবির কথা তুলে ধরে তার ৮১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।অবরোধের জেরে চাঁচলের এসডিওর গাড়ি আটকে পড়ে।ঘটনার কথা জানতে অকুস্থলে পৌঁছায় চাঁচল থানার আইসি পুর্ণেন্দু কুন্ডু ও তার সঙ্গে ছিল পুলিশ ও র্যাফ বাহিনী।পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে আরোও জানা গেছে,সাবির আলী হাইদ্রাবাদে পরিযায়ী শ্রমিক হিসেব কাজ করেন।সম্প্রতি বাড়ি ফিরেছেন।
এদিন সামসি এলাকায় দুই বন্ধুর সাথে ঘুরতে বেরিয়েছিলেন।বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটেছে।
উল্লেখ্য অষ্টমীর রাতে সদরপুর এলাকার এক যুবক বাইক নিয়ে আসার পথে দুর্ঘটনার শিকার হন।সেখানেই তার মৃত্যু হয়।শুধু তাই নয় গত কয়েকমাস ধরে সেখানে দুর্ঘটনায় প্রানহানি হচ্ছে।নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত বাইপাস সড়কটি বন্ধ রাখার দাবি জানিয়েছেন বাসিন্দারা।