সাদা বেলুন উড়িয়ে কার্নিভাল এর শুভ সূচনা বাঁকুড়ায়।

0
324

আবদুল হাই,বাঁকুড়াঃ দুর্গোৎসবকে ‘ইনটেনজিবল কালচারাল হেরিটেজে’র স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। আর তাই রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে বাঁকুড়া শহরেও ‘পূজা কার্নিভালে’র আয়োজন করলো প্রশাসন। শুক্রবার সাদা বেলুন উড়িয়ে এই কার্নিভালের সূচণা করেন জেলাশাসক কে.রাধিকা আইয়ার। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারী, রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি, জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্ম্মু, বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার, শাসক দলের বিধায়করা সহ জেলা প্রশাসন ও পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা।

   এদিন শহরের বাইপাস রোড জুনবেদিয়া মোড় থেকে সতীঘাট পর্যন্ত এই পূজো কার্নিভালে শহরের ২১ টি দুর্গোৎসব কমিটি যোগ দেয়। বাঁকুড়ার মতো প্রান্তিক শহরে এই প্রথমবার প্রশাসনিক উদ্যোগে ‘পূজো কার্নিভালে’র আয়োজনে খুশী সংশ্লিষ্ট সকলেই।