আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার হিড়বাঁধ থানার অন্তর্গত তিলাকানালী গ্রামের 2 বছর 11 মাসের খুদে এবার জঙ্গলমহলের মুখ উজ্জ্বল করল।
যে জঙ্গল ভেদ করে সহজে সূর্যের আলো পৌঁছতে পারে না সেই জঙ্গলমহলের নাম উজ্জ্বল করল ছোট্ট সৈহদ মাহিক। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে এই খুদের জায়গা করে নেবার খবর ছড়িয়ে পড়তেই আনন্দের জোয়ার এলাকা জুড়ে। আনন্দে উচ্ছসিত বাবা-মা। সৈয়দের এখনো ভালো করে কথা ফোটেনি কিন্তু আধো আধো কথাতেই বলে ফেলল 29 টা জেলার নাম, ১০০ টা দেশ ও দেশের রাজধানীর নাম। জেনারেল নলেজ এর অনেক প্রশ্নের উত্তর তার ঠোঁটের গড়ায়, যা শুনলে অবাক হবেন আপনিও।
এই ছোট্ট ছেলের বাবা মিরাজুল আলম পেশায় পঞ্চায়েত কর্মী, মা খুসবু বেগম গৃহবধূ।
ছোট্ট খুদে এত কিছু কিভাবে মনে রাখতে পারে সে প্রসঙ্গে সৈহদ এর মা খুসবু বেগম বলেন- ও ছোট থেকেই ট্যালেন্টেড তা আমরা জানি, যা বলি তাই মনে রাখতে পারে সহজেই।
ছোট্ট খুদের এই অভাবনীয় সাফল্যে খুশি পরিবার থেকে এলাকাবাসী।