অস্ত্রোপচার করতেই রোগীর পেট থেকে বেরিয়ে এলো আনুমানিক ১০ কেজি ওজনের টিউমার।

0
304

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান শহরের খোসবাগানের এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন বর্ধমান দু’নম্বর ব্লকের হাট গোবিন্দপুরের মানু টুডু। পেটের ব্যাথা নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন কল্যাণী নার্সিংহোম। বর্তমান মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেশন ডক্টর সুশীল মুর্মুর তত্ত্বাবধানে ছিলেন এই রোগী। বিভিন্ন পরীক্ষা করার পর ডক্টর সুশীল মুর্মু দেখেন তার পেটের ভিতরে একটি টিউমার রয়েছে এবং তাকে আজ অস্ত্রোপচার করা হয়। অপারেশনের পর তার পেট থেকে বেরিয়ে আসে আনুমানিক ১০ কেজি ওজনের একটি টিউমার। নার্সিংহোম সূত্রে খবর, অস্ত্রপচারের পর ভালো আছেন রোগী। তারই অস্ত্রোপচারের পর পর আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট প্রফেশন ডক্টর সুশীল মুর্মু জানান, বর্ধমান দু’নম্বর ব্লকের হাটগোবিন্দপুরের বাসিন্দা মানু টুডু প্রচন্ড পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিল আমাদের নার্সিংহোমে। আমরা সমস্ত রকম পরীক্ষা-নিরীক্ষা করার পর দেখি তার পেটের নারীগুলো জড়িয়ে একটু টিউমারের রূপ নিয়েছে। অস্ত্রোপচার করার পর আনুমানিক প্রায় ১০ কিলো ওজনের টিউমার বের হয় এই মানু টুডুর পেট থেকে। যদি সঠিক সময় অস্ত্রোপচার না করা হতো তাহলে পরবর্তীতে পেটের ভিতর নাড়িগুলো একসঙ্গে হয়ে পচে যেত এবং রোগীর বিরাট ক্ষতি হতো। রোগীরা আত্মীয় প্রমিলা টুডু তিনি জানান, প্রচন্ড পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন। ডক্টর সুশীল তত্ত্বাবধানে ভর্তি হয়েছিলেন এই বেসরকারি নার্সিংহোমে আজ অস্ত্রপচার করা হলো এবং আমাদের রোগী ভালো আছে।