গতকাল কার্নিভাল হয়েছে না বিসর্জন হয়েছে তা মানুষই বলবে : পার্থসারথি চট্টোপাধ্যায়।

0
406

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- দুর্গাপুজোকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ার পর গতকাল রাজ্যের বিভিন্ন জেলার আয়োজিত হয় দুর্গাপুজোর কার্নিভাল। রানাঘাটে নদীয়া জেলার দুর্গা পূজোর কার্নিভাল আয়োজিত হয়। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়। এদিন তিনি অভিযোগ করেন কার্নিভালের ডিএম এর চিঠি বিলি করেছে তৃণমূলের লোকেরা। বিজেপি সাংসদ বিধায়করা আমন্ত্রণপত্র পাননি।এমনকি রানাঘাট পুরসভার বিজেপি কাউন্সিলর পর্যন্ত আমন্ত্রণপত্র পাননি। একইসঙ্গে তিনি বলেন গতকাল কার্নিভাল হয়েছে না বিসর্জন হয়েছে তা মানুষই বলবে।