দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বর্তমানে ডিজিট্যাল যুগে যুব সমাজ মোবাইল গেম ও মাদকের নেশায় আশক্ত হয়ে পড়ছে। ফলে খেলাধূলার প্রতি আগ্রহ কমে যাচ্ছে। মাঠমুখী হচ্ছে না যুব সমাজ। তাই যুব সমাজকে খেলার মাধ্যমে মাঠমুখী করতে বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের যশপুর অঞ্চলের ঘোড়াতোড়ী রাঙ্গামাটি নজরুল সংঘের পরিচালনায় গত ২১ শে সেপ্টেম্বর নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। আজ ছিল চূড়ান্ত পর্বের খেলা। এই টুর্ণামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় মুখোমুখি হয় শিশু একাদশ গুণসীমা বনাম বি.কে একাদশ ঘোড়াতোড়ী। নির্ধারিত সময়ের মধ্যে শিশু একাদশ গুণসীমা ৩-০ গোলে বি.কে একাদশ ঘোড়াতোড়ীকে পরাজিত করে। এদিন বিজয়ী দলকে ট্রফি সহ নগদ ২১ হাজার টাকা ও বিজিত দলকে ট্রফি সহ নগদ ১৬ হাজার টাকা দেওয়া হল। এছাড়াও খেলায় ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ দেওয়া হয়। ফুটবল টুর্নামেন্ট দেখতে বহু দূর দূরান্ত থেকে ক্রীড়া প্রেমীরা এসেছিলেন। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি ভোলানাথ মিত্র, জেলা কমিটির সদস্য অরুণ চক্রবর্তী, যশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুন্সী মোজাম্মেল হক, যশপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সেখ রফিক সহ আরও অনেকে।