পুজোর কার্নিভালে জেলাশাষকের ফেসবুক লাইভে তৃণমূল পতাকা, মুখ খুললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার।

0
359

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ- মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রত্যেক জেলায় জেলায় সরকারি ভাবে পালিত হলো দূর্গা পূজার কার্নিভালের অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের পরদিন সকালে বাধে-বিপত্তি, যেখানে কার্নিভাল সরকারিভাবে আয়োজিত একটা অনুষ্ঠান সেই কার্নিভালেরই জেলাশাষকের ফেসবুক লাইভ প্রোগ্রাম দেখা গেল তৃণমূলের দলীয় পতাকা আর তা নিয়েই সকাল থেকে সরগরম জেলার রাজনীতি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুভাষ সরকার জানান সকাল থেকেই তিনি অনেক বিদ্যজনের ফোন পেয়েছেন, এই বিষয়ে তাকে অনেকে অভিযোগও জানিয়েছেন কিভাবে একটা সম্পুর্ন সরকারি অনুষ্ঠানে তৃণমূলের দলীয় পতাকা দেখা যায়। এদিন কেন্দ্রীয় মন্ত্রী এও জানান সব সরকারি অনুষ্ঠান গুলোকে দলীয়করণ করা হচ্ছে, প্রশাসনও শাষক দলের প্রতিনিধি হয়ে কাজ করছেন। তিনি এও বলেন মুখ্যমন্ত্রী যেন তাড়াতাড়ি এই ভিডিও মুছে ফেলার নির্দেশ দেন জেলাশাষককে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছেন। অপর দিকে শাষক তৃণমূলের দাবী, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু জানান, বিজেপি এটা নিয়ে ঘৃন্য রাজনীতি করছে, সামান্য ভুল ত্রুটি হতেই পারে তা নিয়ে এতো বাজার গরম করার কিছুই নেই। সরকারি ভাবে আয়োজিত একটা অনুষ্ঠানে কি ভাবে দলীয় পতাকা দেখা গেলো এই নিয়ে একটা প্রশ্ন চিহ্ন রয়েই গেল।