একদিন ব্যাপী নক আউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন ।

0
878

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- “সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল কি মধু আছে ওই তোমার নামেতে আহা ফুটবল. ফুটবল খেলতে আমরা সবাই বেশ ভালোবাসি। মাঠের সেই পুরনো ছন্দ আবার ফিরেছে। খেলা দেখার সেই উৎসাহ জনতা ও ফিরেছে মাঠে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্লাব সংগঠনের তরফে দেখি বিভিন্ন প্রতিযোগিতা মূলক খেলার অনুষ্ঠান। আজিজ রহমান শেখ ও মিজানুর রহমান শেখর স্মৃতির উদ্দেশ্যে বৈকুণ্ঠপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আজাদ রহমান শেখের তত্ত্বাবধানে ও বাম আমরা কজন ক্লাবের সহযোগিতায় একদিন ব্যাপী নক আউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই ফুটবল অনুষ্ঠিত হয় বাম ফুটবল ময়দানে। আজ এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ১৬ টি দল। ১৬ টি টিমের মধ্যে ফাইনালে ওঠে ঝাপানতলা একাদশ এবং তাপস একাদশ। এই ফুটবল প্রতিযোগিতায় জয়ী হয় তাপস একাদশ এবং বিজিত হয় ঝাপানতলা একাদশ। জয়ী এবং বিজিত দলের হাতে সুসজ্জিত একটি ট্রফি তুলে দেয়া হয়। আজ এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক , পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান জয়দেব ব্যানার্জি,বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পান, বিশিষ্ট সমাজসেবী অনুপম ঘোষ সহ বিশিষ্ট অতিথিবর্গ।