জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- হরপা বানে মৃত্যু হল জলপাইগুড়ির মালবাজারের জলজ্যান্ত আটটি মানুষের প্রাণ তার সাথে আহত ১৩ জন মানুষ । এই বিষয় নিয়ে জেলা বিজেপির পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী আক্রমণ করে কার্নিভাল নিয়ে । তিনি বলেন যে একদিকে উত্তরবঙ্গে শোকের ছায়া নেমে এসেছে অন্যদিকে তিনি আনন্দ উপভোগ করতে মেতে উঠেছে মুখ্যমন্ত্রী। কারণ উত্তরবঙ্গের একটি ছোট্ট জায়গায় এই ঘটনাটি ঘটেছে সেটাকে তিনি অতটা গুরুত্ব দিচ্ছেন না আটটি মানুষের প্রাণ তার কাছে শুন্য সারা জীবন উত্তরবঙ্গ বঞ্চিতই থেকে গেল কারণ এই মুখ্যমন্ত্রী মানুষের শুধু প্রতিশ্রুতি দিয়ে যায় কোন সঠিক কাজে আসে না তার সাথে দেখা গেল যে আজ কার্নিভাল হল সেখানে কোন মা দুর্গার চিহ্নমাত্র নেই। রয়েছে তৃণমূল কোম্পানির বিভিন্ন ধরনের ব্যানার এবং ফেস্টুন। তাদের দাবি উত্তর বঙ্গ কে আলাদা রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া উচিত।