রানাঘাটে পদ্মের চাহিদা তুঙ্গে, দামও বাড়লো পদ্ম ফুলের।

0
392

নদীয়া, নিজস্ব সংবাদদাতা: লক্ষী পুজোয় রানাঘাটে পদ্মের চাহিদা তুঙ্গে। চাহিদা থাকায় দামও বাড়লো পদ্ম ফুলের। সাধারণ বাজারে যেখানে প্রতিটি পদ্মের দাম ছিল ১০ টাকা থেকে ১৫ টাকা। সেই পদ্মফুলই আজকে বিক্রি হচ্ছে ৩০ টাকা প্রতি পিস। গত বছরের থেকে দ্বিগুণ হয়েছে ধানের শীষের দামও গত বছর যেখানে প্রতিটি ধানের শীষের দাম ছিল কুড়ি টাকা পিস সেখানে এবার বিক্রি হচ্ছে ৩০ টাকা থেকে ৪০ টাকা করে। তবে আমদানি ভালো থাকায় গাঁদা ফুলের দাম বাড়েনি।গাঁদা ফুল এক কুড়ি ১৫০ টাকা থেকে ২০০ টাকা। আকন্দ ফুল ২০০ টাকা কুড়ি। রজনীগন্ধা আড়াইশো টাকা কেজি।