নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি :- দীর্ঘ ছুটির পর মঙ্গলবার অফিস পাড়ায় সবে স্বাভাবিক কর্মকান্ড শুরু হয়েছে এমন সময় সাপের আতঙ্কে থমকে যায় সমস্ত কাজকর্ম।
জানাগিয়েছে জলপাইগুড়ি জেলা শাসকের নিজেস্ব চেম্বার লাগওয়া একটি বিশ্রাকক্ষে সাপের গতিবিধি নজরে আসে এক কর্মীর, দ্রুত এই খবর অফিস পাড়ায় ছড়িয়ে পরতেই শুরু হয় হৈ চৈ।
খবর পেয়ে নির্দিষ্ট ঘরে সাপের সন্ধানে তল্লাশি শুরু করে সিভিল ডিফেন্স,এবং বন দপ্তর এবং পরিবেশ কর্মীরা,
ইতিমধ্যেই ঘটনাস্থলে ছুটে আসেন অতিরিক্ত জেলা শাসক, এবং সদর মহকুমা শাসক।
যদিও নির্দিষ্ট ঘর এবং আশপাশে চিরুনি তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি সাপ টির।
এই প্রসঙ্গে সাপ উদ্ধার করতে আসা প্রবেশ কর্মী জানান, খুব অস্পষ্ট একটি ছবি আমি দেখেছি, তাতে এটি নিরবিষ ঘরচিতি সাপ বলেই প্রাথমিক ভাবে মনে হচ্ছে।