নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-পাওনা টাকা চাওয়াতে পুত্রবধূকে মারধরের অভিযোগ উঠলো শ্বশুর সহ পরিবারের আরোও দুজনের বিরুদ্ধে।গলায় শাড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করার অভিযোগ করেছে ওই গৃহবধূ।মালদহের চাঁচল থানার নদীসিক এলাকার পাইকপাড়ার ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,জখম গৃহবধূর নাম জ্যোৎস্না বিবি(২৫)।স্বামী ভিন রাজ্যে শ্রমিকের কাজে কর্মরত রয়েছে।
জখম অবস্থায় চাঁচল সুপারস্পেশাল্যাটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চাঁচল থানায় শ্বশুর সহ দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ওই বধূ।আক্রান্ত ওই বধূ জ্যোৎস্না বিবির অভিযোগ, শ্বশুর হোসেন আলীকে দশ হাজার টাকা ধার দিয়েছিলাম।মাস গড়িয়ে গেলেও টাকা দেয়না।টাকার কথা বললেই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেয় প্রায়শই।গতকাল টাকা চাইতেই চড়াও হয় শ্বশুর সহ পরিবারের আরোও দুজন সদস্য।তারা চড়, কিল ও ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়।এবং গলায় শাড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করে।প্রতিবেশীদের সহযোগিতায় রক্ষা হয়।জ্যোৎস্না আরোও জানান,নাবালক ছেলেকে নিয়ে বাড়িতে রয়েছি।স্বামী ভিনরাজ্যে রয়েছে।এই সুযোগে আমার উপর অত্যাচার চালাচ্ছে।তাই পুলিশের দারস্থ হয়েছি।