মাথায় হাত পারেছে লটারি বিক্রেতাদের, কমিশন কমিয়ে দেওয়ায় পেশা পরিবর্তনের সিদ্ধান্ত খুচরো লটারি বিক্রেতাদের।

0
233

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-মাথায় হাত পারেছে লটারি বিক্রেতাদের, কমিশন কমিয়ে দেওয়ায় পেশা পরিবর্তনের সিদ্ধান্ত খুচরো লটারি বিক্রেতাদের।
মালদা শহরের বিভিন্ন প্রান্তে হাজার হাজার খুচরো লটারি বিক্রেতা টিকিট বিক্রি করেন।
হঠাৎ করে সিদ্ধান্তে বদল। আগে যা কমিশন পেতেন তার থেকে অর্ধেক কমিশন পাবেন খুচরো লটারি বিক্রেতারা। কোম্পানির এই সিদ্ধান্তে মাথায় হাত পড়েছে লটারি বিক্রেতাদের।
মালদা শহরের পোস্ট অফিস সংলগ্ন এলাকায় ৮ থেকে ১০ জন খুচরো লটারি বিক্রেতা দীর্ঘদিন ধরে ব্যবসা করেন। তারা জানিয়েছেন হঠাৎ করে কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে তাদের কমিশন কমিয়ে দেওয়ার। এই পরিস্থিতিতে লটারি বিক্রি করে তাদের মুনাফা হবে না। সেই কারণে তারা সিদ্ধান্ত নিয়েছেন বিক্রি করবেন না লটারির টিকিট।