কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: সীমান্ত এলাকায় কী কী ধরনের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে তাঁরা নিজেদের জীবন বাজি রেখে দেশের শুত্রুদের মোকাবিলা করেন,তা তুলে ধরতে অস্ত্র প্রদর্শনী করলো বিএসএফের ৭৫ নং ব্যাটেলিয়ান। আজ কোচবিহারের ঐতিহ্যবাহী রাজবাড়িতে বিএসএফের সংশ্লিষ্ট ওই ব্যাটেলিয়ান এর উদ্যোগে অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
এদিন ওই অস্ত্র প্রদর্শনী দেখতে বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ ভিড় জমান সেখানে। মূলত সেখানে বিএসএফের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রগুলি প্রদর্শন করা হয়।
সূত্রে জানা গেছে আজাদীকা অমৃত মহোৎসবকে সামনে রেখেই বিএসএফের এই উদ্যোগ। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।