জটিল রোগের মহৌষধ তেলাকুচা পাতা।

0
890

আবদুল হাই, বাঁকুড়াঃ গ্ৰাম বাংলায় ঝোঁপ জঙ্গলে বা বাড়ির আনাচে কানাচে অতি পরিচিত লতানো উদ্ভিদ দেখা যায়। এঁকেবেঁকে অন্য গাছ এমনকি বিদ্যুৎ এর তারে আঁকড়ে বেড়ে ওঠে তেলাকুচা পাতা।তেলাকুচার ফল প্রথমে সবুজ পরে লাল রং এবং সাদা ফুল হয়। তেলাকুচা পাতা জটিল রোগের মহৌষধ। তেলাকুচা পাতার রসে আছে ক্যালসিয়াম,লোহা, ভিটামিন এ ও সি। এই গাছটি দেখলে একদম অবহেলা করবেন না।অজর্ণী,ডায়াবেটিস, আমাশয়,জ্বর, হাঁপানি,রক্তপিত্ত ,কাশি সহ অন্যান্য রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়। তেলাকুচা পাতা সম্পর্কে BAMS এর তৃতীয় বর্ষের ছাত্রী সংগা সরকার এবং ডঃ সুকল্যান রায় কি বলছেন শুনে নেব।