লটারির টিকিট বিক্রির বন্ধের ডাক দিল বিক্রেতারা।

0
242

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- লটারির টিকিট বিক্রির কমিশন কম দেওয়ার প্রতিবাদে বীরভূম জেলার পাশাপাশি আজ দুবরাজপুরের লটারি বিক্রেতারা অনির্দিষ্টকালের জন্য লটারি বিক্রি বন্ধের ডাক দিল। তাই আজ সমস্ত লটারি বিক্রেতারা দুবরাজপুর শহরের বিভিন্ন লটারি দোকানে গিয়ে বিক্রেতাদের লটারি বিক্রির বন্ধের অনুরোধ করেন। উল্লেখ্য, লটারির টিকিট বিক্রি বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ হল, বিক্রেতাদের কমিশন নিয়ে অসন্তোষ। টিকিট বিক্রেতা গুরুসদয় মুখার্জ্জী জানান, তাদের কমিশনের কোন মা বাবা নেই। এছাড়াও অভিযোগ দিন দিন তাদের কমিশন কমিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের উপর কোম্পানি একপ্রকার জোর জুলুম চালাচ্ছে। এই পরিস্থিতিতে তাদের এই ব্যবসার সঙ্গে যুক্ত থেকে সংসার চালানো কষ্টকর হয়ে পড়ার কারণেই তারা লটারির টিকিট বিক্রি বন্ধ রেখে আন্দোলনে সামিল হয়েছেন।তাদের দাবি হল, আগের মত লটারির টিকিট বিক্রি করার ক্ষেত্রে কমিশন ফিরিয়ে দিতে হবে। এর পাশাপাশি টিকিট কিনে বিক্রি করার ক্ষেত্রে যে ধরনের নিয়ম-কানুন চালু করা হয়েছে সেই সকল নিয়ম কানুন তারা মানতে নারাজ। এ সকল সমস্যার সমাধান না হলে তারা অনির্দিষ্টকালের জন্য টিকিট বিক্রি বন্ধ করবেন।