আবদুল হাই, বাঁকুড়াঃ হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল। চারদিক অন্ধকার নামলো মুষলধারে বৃষ্টি। বর্ষাকাল সে কবে পেরিয়েছে। কিন্তু এখনো মাঝেমধ্যে বৃষ্টির বিরাম নেই। বৃষ্টি পড়ে এখানে বারো মাস। শরৎকাল, হেমন্তকাল এমনকি শীতকালেও বৃষ্টির নির্লজ্জ উপস্থিতি। আজ বাঁকুড়া জেলার সোনামুখী, ইন্দাস,পাত্রসায়ের সহ বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ মুষল ধারায় একনাগারে বৃষ্টিপাত হল। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। বিদ্যুতের ঝলকানি আর ধমকানিতে অতিষ্ঠ সকলে। ঘনঘন বাজ অসুরের মতো দাপিয়ে বেড়ালো বিদ্যুতের ঝলক। পরেনা চোখের পলক। সকলে ঘর বন্দী, রাস্তাঘাট বৃষ্টির জলে পরিপূর্ণ। কোথাও বা হাঁটু জল। সামনে আবার কালীপুজো। তাই পুজো উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ। বৃষ্টি যে কোন পুজোকেই রেয়াত করছে না।