নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আন্তর্জাতিক বিপর্যয় হ্রাসকরণ দিবস উদযাপন এই বিশেষ দিন মক ডিল মাধ্যমে উদযাপিত করল রানাঘাট বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর ও রিলায়েন্স ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে। এ বিশেষ প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন রানাঘাট মহাকুমা শাসক, উপ মহাকুমা শাসক, এবং বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের আধিকারিক ও রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ। বিশেষ প্রশিক্ষণে এই বিস্তীর্ণ এলাকার প্রশিক্ষণপ্রাপ্ত সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা উৎসাহের সাথে অংশগ্রহণ করেন, এই মক ডিল এ দেখানো হয় কিভাবে বন্যা কবলিত মানুষকে উদ্ধার করা হয়, কোন বিধ্বস্ত বিল্ডিং থেকে কিভাবে মানুষকে নিরাপদ আশ্রয় আনা যায়, এবং আগুনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই কৌশল সিভিল ডিফেন্সের ভলেন্টিয়াররা ডেমো করে দেখান, নতুন প্রজন্মের কাছে এই ধরনের একটি অনুষ্ঠান ভীষণ তাৎপর্যপূর্ণ, বিপর্যয় কবলিত মানুষকে উদ্ধার কাজে নিযুক্ত হওয়ার জন্য আজকের এই ডেমোস্টেশনটা ভীষণভাবে উদ্বুদ্ধ করবে।
Home রাজ্য দক্ষিণ বাংলা আন্তর্জাতিক বিপর্যয় হ্রাসকরণ দিবস উদযাপন করা হলো রানাঘাট মহকুমা বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর...