খুটি পুজোর মধ্যে দিয়ে শুরু হলো যুব কল্যাণ সমিতির শ্যামা পুজোর আয়োজন।

0
365

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- করানো অতিমারীর পর সাধারণ মানুষের কথা ভেবেই ১৮ লক্ষ টাকার বাজেট, খুটি পুজোর মধ্যে দিয়ে শুরু হলো যুব কল্যাণ সমিতির শ্যামা পুজোর আয়োজন।

জলপাইগুড়ির মাসক লাইবাড়ি যুব কল্যাণ সমিতির পক্ষ থেকে আসন্ন কালী পুজোর জন্য খুটি পুজো করা হয়। পূজস্থলে দাঁড়িয়ে ক্লাবের সম্পাদক শঙ্খপানি দাস বলেন, গত দুবছর ধরে করোনা অতিমারীর কারণে মানুষের পকেট শুন্য, সেই পরিস্থিতে আমরা বড় বাজেটের পুজোর দিকে যাচ্ছি না, তবে যেহেতু জলপাইগুড়িতে বড় বড় বেশ কয়েকটি কালী পুজো হয়ে থাকে, আমরা তাদের সঙ্গে প্রতিযোগিতায় না গিয়ে সমতুল্য করার চেষ্টা করছি, যার জন্য ১৮ লক্ষ টাকার বাজেট ধরা হয়েছে।
আবহাওয়া যদি ভালো থাকে তাহলে যুব কল্যাণ সমিতির এবারের কালী পুজোর প্যান্ডেল এবং আলোক সজ্জা দর্শণার্থীদের মন জয় করবে এটাই আসা করছি।