দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান।

0
304

সেখ ওলি মহম্মদ , বীরভূমঃ- বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোর চার দিনের উৎসব শেষে সন্তানদের নিয়ে ঘরে ফিরেছেন উমা। মন খারাপ সকলের। ঘরের মেয়ে ঘরে ফিরলে যেমন আনন্দ, চলে যাওয়ার সময় তেমনই সবার চোখ ছলছল। আবার এক বছরের অপেক্ষা নিয়ে আশায় বুক বাঁধেন সকলে। দুর্গাপুজোর ছুটি কাটিয়ে পুনরায় কাজে ফিরেছেন সরকারী কর্মচারীরা। আর অফিস খোলার পর বিজয়ার শুভেচ্ছা বিনিময় করে থাকেন বাঙালীরা। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হল পৌরসভার সভাকক্ষে। এদিন বৈকালে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে সহ ১৫ জন কাউন্সিলার, পৌরসভার নির্বাহী আধিকারিক কমলকান্তি দাস, ফিনানসিয়াল অফিসার অনিরুদ্ধ রায় সহ অন্যান্য কর্মীরা। আজ একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে দুবরাজপুর পৌরসভার সমস্ত কর্মীদের বিজয়ার শুভেচ্ছা জানানো হয়।