জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা রংধামালি এলাকায় শুরু হয়েছে দুর্গা পুজো। প্রতি বছরই লক্ষ্মী পুজোর পরের বৃহস্পতিবার এই পুজো শুরু হয়। রংধামালি এলাকার এই পুজোকে ঘিরে রীতিমতো উৎসবের আমেজ তৈরি হয়েছে গোটা এলাকায়। পুজোর শেষ হয়ে যাওয়ার পরেও ফের নতুন করে এখানে পুজোর আনন্দে মেতে উঠেছেন কয়েক হাজার মানুষ।
স্থানীয় মানুষের বিশ্বাস মা কৈলাসে ফিরে যাওয়ার সময় রংধামালির এই এলাকায় বিশ্রাম নিচ্ছিলেন। ওই সময় দেবীকে দেখে তাকে পুজো দেন গ্রামবাসীরা। সেই প্রথা মেনে প্রতি বছরই
মায়ের পুজোর আয়োজন করেন গ্রামবাসীরা। এখানে একটি বড় মেলারও আয়োজন করা হয়। ১৪১ বছর ধরে এই পুজো ও মেলার আয়োজন করা হচ্ছে রংধামালিতে। উদ্যোক্তা কৃষ্ণ দাস জানান, পুজো উপলক্ষে তিনদিন ধরে মেলা চলবে। জলপাইগুড়ির প্রাচীন এই মেলা মহারাজার মেলা নামেই পরিচিত। পুজোর বাজেট ধরা হয়েছে দশ লক্ষ টাকা।