শাসকদলেরও তাই হবে, পার্টির মিটিং সেন্ট্রাল জেলে হবে, কেশিয়াড়ি থেকে মন্তব্য দিলীপ ঘোষের।

0
324

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পার্টির মিটিং সেন্টার জেলে হবে, বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির বনদেউলী হাইস্কুল মাঠে বিজয়া সম্মেলনি অনুষ্ঠানে উপস্থিত বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ এমনটাই মন্তব্য করলেন, পাশাপাশি তিনি আরো বলেন একজন বড় ক্রিকেটার রয়েছে ৩০ বছর আগে তার নামে অভিযোগ দায়ের হয়েছিল, টিভির পর্দায় অনেক বড় বড় কথা বলেছিলেন, আজ তিনি জেলে,ধর্মের কল বাতাসে নড়ে,এইদিন বিজেপি কর্মীদের উপর শাসক দলের অত্যাচার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন তিনি, পাশাপাশি তিনি আরো বলেন যদি অত্যাচারিত হন তাহলে পুলিশের কাছে যে অভিযোগ জানান না হলে কোর্টে অভিযোগ জানান, আজ নয় কাল ঠিক বিচার পাবেন, বহু বড় বড় নেতা-মন্ত্রী জেলে গেছেন, এখানেরও বহু নেতা মন্ত্রী রয়েছেন তারা জেলে যাবেন, এসি গাড়িতে আর চড়তে দেবে না বড় বড় পুলিশের গাড়িতে চড়তে হবে, সরকারি বিভিন্ন দুর্নীতি করে বড় বড় বাড়ি হাঁকিয়ে রেখেছেন, নরম নরম বিছানা করে রেখেছেন, সেন্ট্রাল এবং মেদিনীপুর জেলা গিয়ে কংক্রিটের উপর মাথায় ইট দিয়ে শুতে হবে এমনটাই মন্তব্য করলেন দিলীপ ঘোষ, পাশাপাশি বিহারের লালু প্রসাদ যাদব কে নিয়ে তিনি কটাক্ষ তুলে ধরেন, তিনি বলেন এখন তিনি কোথায় আছেন তার ছেলে পুলে এখন জেলে,সেখানেই মিটিং করছেন,দিদিরও তাই অবস্থা হবে,মিটিং এখন কোথায় হবে! তমুক সেন্ট্রাল জেলে, অন্যদিকে গতকাল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে তৃণমূলের বিজয় সম্মেলনে অনুষ্ঠানে গোষ্ঠীদ্বন্দ্ব বিষয় নিয়ে তৃণমূলকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ, এক কথায় বলা যেতে পারে এই বিজয় সম্মেলনে অনুষ্ঠান থেকে তৃণমূলকে কড়া নিশানা করলেন দিলীপ ঘোষ।