অবিলম্বে বাঁধ দিয়ে নদী রক্ষা ও পূণর্বাসনের দাবি তুলে আন্দোলন শুরু করলেন ভূমি রক্ষা কমিটির সদস্যরা

0
324

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা কৃষি ও বাস্তু জমি। ডুয়ার্সের জলঢাকা সহ বিভিন্ন নদীর ভাঙনের কবলে পড়ে ইতিমধ্যে‌ই কয়েকশো বিঘা জমি নদীগর্ভে চলে গেছে বলে অভিযোগ।

কৃষি ও বাস্তু জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় একেবারেই অসহায় হয়ে পড়েছেন জলঢাকা নদীর পাড়ে বসবাসকারী মাগুরমারী এলাকার কয়েকশো কৃষক পরিবারে। অবিলম্বে বাঁধ দিয়ে নদী রক্ষা ও পূণর্বাসনের দাবি তুলে আন্দোলন শুরু করলেন ভূমি রক্ষা কমিটির সদস্যরা। শুক্রবার জলপাইগুড়ি‌র সেচ দপ্তরে এসে ধর্না অবস্থান শুরু করেন তারা। ভূমি রক্ষা কমিটির সম্পাদক সুমিত অধিকারী বলেন, প্রতি সেকেন্ডেই আমাদের জমি তলিয়ে যাচ্ছে নদী গর্ভে। এর ফলে একেবারেই অসহায় হয়ে পড়েছি আমরা। অবিলম্বে বাঁধ দিয়ে নদী রক্ষা ও স্থায়ী পূণর্বাসনের দাবিতে আমাদের এই আন্দোলন।